কৃতজ্ঞতা ও অন্যান্য যখন সমার্থক
তখন সংযোগহীনতা রাজত্ব করে
আর বাকী প্রয়াস ব্যর্থ হয়
যুদ্ধ আসন্ন
প্রস্তুতি নাও
অস্ত্রেসস্ত্রে সাজিয়ে নাও নিজেকে
শেষমেশ যুদ্ধই সত্যি
আরসব যুদ্ধের আয়োজন মাত্র-
খুব বালখিল্য শোনালো তাইনা?
তাহলে চারদিকে এতো
সাজ সাজ রব কেনো
দামামা কেনো
উত্তর দাও