আমার তরফ থেকে
অভিনন্দন প্রত্যাশি সে
কিন্তু আমার কলম সরেনা
আসলে বিবেক সায় দেয়না
যুক্তিরা ভীড় জমায় কলমের মুখে
সরব মিছিলের মতো
সৌজন্যের জন্যে সৌজন্য
করা হয়ে উঠেনা আমার
দূঃখিত ক্ষমা করবেন আমায়
সদর দরজার বাইরে
হ্যাবলার মতো দাঁড়িয়ে আছি
দশকের পর দশক
ভেতরে অবাঞ্চিতের মতো
প্রবেশ হয়ে উঠেনা