একদিন দেবতারা অনিবার্য ছিলেন
সময়ান্তরে খলনায়কদের আবির্ভাব
অহংকারী পদচারণা
কেঁপে উঠা মাটি
পুড়ে যাওয়া দূর্বাঘাসের সবুজ
তারপরে জনপদে জেগে উঠে
বিদ্রোহ-বিপ্লব রক্তক্ষয়
এখানে গল্পের শেষ নেই
না জানি পাড়ি দিতে হবে
আরো কতো সুদীর্ঘ পথ
ঠিক কোথায় আছে
সত্য-শুভ-সুন্দরের ঠিকানা-