কাক ভোরে তোমরা সবাই
যখন আয়েসি ঘুমের কোলে  
স্বপ্ন  দেখে জুড়িয়ে নাও অবসাদ
জমিয়ে নাও শরীরে প্রশান্তি
ক্লান্তি জড়ানো চোখে
আমি তখন উনুনে  
হাড়ি-পাতিলে
সুস্বাদু খাদ্যে- শিল্প আঁকি
আমার কষ্টের সাক্ষী
ভোরের ঝাপসা অন্ধকার
উত্তপ্ত রান্নাঘর
দিনান্তে রাত নেমে এলে
সবার পরে ঘুমাতে যাই
আমার ক্লান্তি নেই
সপ্তাহ শেষে  ছুটি নেই
অসুস্থতায় কাতরতা নেই
উত্সবের আনন্দ বিরতি নেই
আছে অসীম কর্ময্জ্ঞ
আছে দায়িত্বে অবহেলা
আছে ভুল-ভ্রান্তি-