এই ঘোড় দৌড়ের  সভ্যতায়
সময়ের ডানায় সুতো বেঁধে
বাঁচে কিছু সভ্যতা
ইচ্ছায়-অনিচ্ছায়
তাই বলে বাঁধা পড়েনি কিছুতে
শ্রদ্ধায় অবনত হয়ে আসে চিত্ত
সব হারিয়ে ফেলার সময়ে
কিছু ধরে রাখা ঐতিহ্য
কিছু কারুকলা
কিছু আচার উপাচার -
সেই তো রক্ষণশীল
যাঁর আছে কিছু ধরে রাখবার
স্বপ্ন-শহরের স্মৃতিপথ ধরে
বুঁদ হয়ে হেঁটে চলি
কি যেন খুঁজে পাওয়ার আশায়