সুস্পষ্ট প্রতিবাদী আজ আমি
কারো রেহাই নেই
ছয় মাস
ছয় বছর কিংবা ষোলো
বাসভবন-বিদ্যালয়-বাস
নিরাপদ কোথায় সে?    
এখানে এসব হোচ্ছেটা কি
আমিও একদল জারজের
একজন নাকি?
পশুদের সাথে আর কতোদিন
নিজেকে মিথ্যে তুলনা দেবে
তথাকথিত মানুষ!
বিচার  যেনো এক প্রহসন
হয়রানী অকারণ কালক্ষেপ
এখানে ধর্ষক নায়ক
ধর্ষিতা ভিলেন
কাগজে কাগজে তার ছবি
মেরুদণ্ডহীনদের মজা লুটে নেওয়া
ওগো মা, তুমি মেরে ফেলো
প্রতিটি নারী শিশুকে
বেছে বেছে ভ্রূণ হত্যা করো
এই ভূমি, এই পৃথিবী নারীর নয়!
কেমন হবে এমনটি যদি সত্য হয়?