জন্মাবধি দুঃখ কি সে দেখেনি
বিলাসিতার পরিচ্ছন্ন চাদরে তার জন্ম
দারিদ্র্য আর ক্ষুধার রং ছিলো তার অজানা
বিলাসী বাবা-মায়ের আদরে-যত্নে মোড়ানো
কেবল সুদিনকে সে চিনতো আপনার করে
কতোদিন মা বকেছে
পেছনে ছুটেছে তার মহার্ঘ্য নিয়ে
পোশাকে আভিজাত্য চিক চিক করে উঠতো
সে ছিলো যেন রূপকথার রাজকুমারী-
বিনা মেঘে বজ্রপাতের মতো
দেশে হঠাথ নেমে এলো
প্রাণঘাতী যুদ্ধ ---
সে এখন নতুন দেশে
উদ্বাস্তুদের সাথে গাদাগাদি বস্তিতে-
কারা যেন জিজ্ঞেস করলোঃ
"দুপুরে কি খেয়েছ ?
মা কোথায় ?
বাবা কোথায় ?"
কান্না ভাঙ্গা গলায়
মিললো না কোনো উত্তর
বাবার বিচ্ছেদে কান্নায় অবনত
তার শোকার্ত মাথা
মূ্হুর্তে তার সরল কিশোরী মুখটি বদলে
ভেসে ঊঠলো পৃথিবীর জটিল মানচিত্র --