সভ্যতার সুখ নেবে শুধু
খুঁড়ে দেখবেনা
কোথায় কোন কোন গভীর ক্ষত
দুখের বিষাক্ত নদী
বর্জ্যে ভরা নর্দমা
শুধুই সুখ ভরে নেবে
দায়হীন অস্তিত্বে
তাই কি হয়
সুখ নেবে যতটুকু
চাদরের নীচে লুকিয়ে থাকা বেদনা বের হয়ে আসবে
অনাকাঙ্ক্ষিত লাভার মতো
আর তুমি পালাবে কোথায়?