জীবন তো এমনই
শান্তিময়ী শোভন ভোরের আকাশ
মোহময় রৌদ্রজ্জ্বল সকাল
বেড়ে উঠা বেলার ঝাঁঝালো তাপ
নিঃশেষিত শক্তির ক্লান্তক্ষ্ণে
এক গ্লাস হিমশীতল শরবত
দুপুরের আয়েশী অল্পায়ু ঘুম
অলস বিকেলের হ্যাংলা হেঁটে চলা
সন্ধ্যায় পাখীদের উচ্চকিত সমাপনী সংগীত
মাঝরাতে হঠাত পাওয়া দুসংবাদ
আর একটি সকালের জন্যে
মৌণী অপেক্ষা
হয়তো অপেক্ষমান সুসংবাদ
অথবা তোমার চোখ ভিজে উঠা
এক আকাশ দূরত্ব
খুব কাছে থেকেও