অনেকদিন ঘরবন্দী
অসুখ বিসুখ বিষন্ন ভাঙ্গা মন,
ভাগ্যকে একবারটি দোষ দিচ্ছি,
একটু ভালো লাগলেই ওমনি কৃতজ্ঞতায় ভরিয়ে ফেলছি চারপাশ,
ছোট্ট শহরের রাস্তা, এদিকটায় নগরায়নের গ্রাস হানা দেয়নি এখনো,
দরদাম করে উঠে পড়লাম একটা খোলা অটোতে,কিছু টুকিটাকি কেনার ছিলো, এলাকাটা ঠিক চিনিনা,
না চিনলে কিইবা এসে যায়,
চিনতে কতোক্ষণ-
এ তো জটিল কোনো শহর নয় যে
হারিয়ে যাবো,
যা বলছিলাম, সকাল এগারোটা হবে হয়তো,আকাশে মেঘ,চারিদিকে নরম আলো,বড় বড় গাছ, কি যে প্রশান্তি নিয়ে ছড়িয়ে আছে বোঝাতে পারবোনা, হাওয়াটাও ভীষণ সুখ এনে দিলো, ভূমি অফিস ছাড়া আর কোথাও তেমন মানুষের মাথা দেখা গেলোনা, নির্জনতা খুব ভালোবাসি, চারপাশে বিশাল বিশাল জলাশয় চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে, আনমনে কখন গুনগুন করছি," এই পথ যদি না শেষ হয়..."