মন্দের সাথে লড়াই করছি সে কবে থেকে
তাতে কি
এখনও ঠাঁয় দাঁড়িয়ে আছি রুক্ষ বৃক্ষের মতো
তোমরা পাশ দিয়ে চলে যাওয়ার সময়
আমার দিকে চোখ কুঁচকে তাকিওনা
এমনি আছি
এমনি ছিলাম
এমনি থাকবো
দেখাও তো কার কতো হিম্মত
এতো এতো ক্ষরা, মহামারী
যুদ্ধ, মন্দা মাথায় নিয়ে
দিব্যি বেঁচে আছি
পারবে কি সোনার পালংকে গা
রূপোর পালংকে রেখে পা
আমার মত করে বাঁঁচতে
যা ভাবছো তা কিন্তু নয়
স্পষ্ট করে বলছি শোনো, কিছুই খোয়াইনি আমি
ইতিমধ্যে কতো কি হারিয়েছো তোমরা