শব্দটি নিয়ে আমি খেলছি সেই কবে থেকে
বিষয়টি নিয়ে ভাঙ্গছি গড়ছি কবে থেকে
দেওয়ালে পিঠ ঠেকে গেলে মুখ খুলিনি
ফাঁসিকাঠের দিকে রওয়ানা হওয়ার আগেও মুখ খুলিনি
ভীষণ প্রাপ্তির সম্ভাবনা থেকে বঞ্চিত হওয়ার আগেও লোভাতুর হইনি
লোভকে বলেছি, এ যাত্রা আমার থেকে দূর হও!
ভুলকে নিয়েছি মাথা পেতে
ভুলগুলো চোখে আঙুল দিয়ে শিখিয়েছে : এক ভুল করতে নেই বারবার,
"গোপনীয়তা হিরণ্ময়"
সবচেয়ে উঁচুতে রেখো তাকে
সে এক মুল্যবান আমানত
লোকেরা যা গচ্ছিত রেখেছে
পরম বিশ্বাসে তোমার কাছে