এক সময় চলে যায় নতুন সংস্কৃতির জড়তা
মানুষজন, পথ ঘাট, গাড়ি-ঘোড়া, ক্রমশ আপন হয়ে যায়
পার্থক্য  তো থাকবেই হাজার হাজার মাইলের দূরত্বে
তারপরও এক মায়া জড়িয়ে থাকে কেনো
পৃথিবীর যে প্রান্তে তুমি যাওনা কেনো,
শিশুদের মুখ, বৃদ্ধার ক্লেষ, যুবতীর সংগ্রাম
কাজের টানে ভোর ভোর শীত বর্ষা গ্রীষ্ম  উপেক্ষা করে ছুটে চলা
সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাস-মেট্রোতে গাদাগাদি করে নীড়ে ফেরা
সবকিছুর মাঝে যেনো আমি নিজেকেই খুঁজে পাই
আমার পুরনো গন্তব্যে ফেরা না ফেরা নিয়ে তাই খুব ধন্ধে থাকি