পণ্য-দুনিয়ায় ভ্রমণে যাই
হরেক রকম বিলাসী আয়োজন
প্রতিনিয়ত চলছে এ ভূবনে
একটি ছাড়িয়ে যাচ্ছে যেন অপরটিকে
অপরূপ আকর্ষণে
মায়াজালে আটকে যাই আমি
আমার কল্পনার অতীত
তারা কখনো কখনো
চোখ ধাঁধানো
মনোরম, সুদৃশ্য, অভিজাত
সুন্দরের নির্যাসটুকু ভরে নেই
দুচোখের ফ্রেমে
সাজিয়ে রাখি মস্তিষ্কের মিউজিয়ামে
না, আমি এসব কিছু কিনবো না