পাশের বাড়িতে দারুচিনি এলাচ
লবঙ্গ তেজপাতায় মাখামাখি হয়ে
বের হচ্ছে মাংস কষানোর সুগন্ধ
মাংশাসী অস্তিত্ব উচাটন -
ঝুম বর্ষা শেষের পর জানালার কাছে হাসনো হেনার মস্তিষ্ক-সম্মোহনী যাদুকরী সুবাস...
মানুষের কাছে কোনটা সত্য
পশু হত্যা, উদরপূর্তি
নাকি ফুলের সুগন্ধি
এইসব প্রশ্ন অমিমাংসিত আজও
আজও তার দুই নৌকায় পা
কোনো পা সে পারেনা উঠাতে
উঠালেই জলের মধ্যে ঝপাৎ