আগুন লেগেছে
কি ভয়ানক, ভয়াবহ
পুড়ে গেছে বাঁশের দেওয়াল
পুড়ে গেছে তারপলিনের ছাদ
পানি কোথায়
শিশুর চিল চিতকার
লঙ্গরখানার ভাত
খেতে হবে কতোদিন জানা নেই
কোথায় প্রক্ষালনের প্রশান্তি
যা গেছে তা তো গেছে
রেখে গেছে হাহাকার শুন্যতা
এভাবে বেঁচে থাকি আমরা
কখোনো যুদ্ধ
কখোনো বৈরী প্রকৃতি
কখোনো আগুন
রেখে যায় নতুন করে বেঁচে উঠার তাগিদ
সম্মিলিত কষ্টের দাগ
চারিদিকে যৌথ দায়ের হাক-ডাক