এসো সবাই মিলে হেরে যাই
পরিবারে শুভ-অশুভের দ্বন্দে-
কাঁচা বাজারের দাম দস্তুরে
ফ্যালফ্যাল চোখে
পন্যের রঙিন দুনিয়ায়
বিভ্রান্ত হয়ে -
সুশিক্ষার দক্ষতা অর্জনে-
খেলাধূলোর প্রতিযোগীতায় -
আটপৌরে চাকুরী না পাওয়ার
অসহায় কান্নার কাছে-
উন্নয়নের দৌড়ে পিছিয়ে পড়া
দেশের তালিকায়-
কে না জানে
বার বার সুযোগ হাতছাড়া হোলে
সময়কে কে আর ছুঁয়ে দিতে পারে-
এসো সবাই মিলে সম্মিলিতভাবে
এভাবে হেরে যাই
নির্মোহ সময়ের কাছে -