এই মাটিকে তিলে তিলে গড়েছি
সমস্ত মেধা শ্রম ঘাম মিশে আছে প্রতিটি ধূলিকণায়
বিনিয়োগ করেছি নিবিষ্ট ধ্যানমগ্ন সময়
চারিদিকে ছড়িয়ে আছে
স্বপ্নকে বাস্তবের আঙ্গিনায় টেনে আনার
অপূর্ব সব নিদর্শন
সব কিছুর পেছনে কাজ করে
একখণ্ড সুসময় কেনার আশা
আজ সে অন্য কারো মালিকানায়
এমনি হয়
একটু একটু করে
উঠিয়ে নিচ্ছি দাবী
অধিকার ছেড়ে দিয়েছি
পিছনে ফিরে লাভ কি
মা বসুন্ধরা ভ্রকুটি করেন
তার হিসাব বোঝে কার সাধ্যি
অন্য হাতে তার অতুল মহার্ঘ
তিনি ভুলিয়ে দিতে জানেন
অতীতের অপ্রাপ্তি
অংক জানা আছে
হিসাব নিয়ে সূক্ষ্ম দরকষাকষি নেই