নজু মুন্সীর হাত নিশপিশ করে
এক খণ্ড হারানো চাষের জমির জন্যে
মাটি না খোড়ার অবসাদ শরীরে
বারো মাস তার জমিনে জমেছে
কতো না ফল-ফসল-সব্জির মেলা
নগদ পয়সার লোভ দেখালো
ব্যর্থ হয়ে উচ্ছেদের হুমকি
আজ সেখানে সুউচ্চ আবাসিক ভবন
সুরক্ষিত নিরাপত্তা ব্যূহ
আকাশের দিকে তাকালে
কপালে জমে উঠে অসংখ্য ভাঁজ
রহিমা বিবির ছোট্ট লাল শাকের ক্ষেতে
চোখ ধাঁধানো শপিং মল
ঝিলমিল আলোর রোশনাই
বয়সী বুড়ি স্বপ্নের মাঝে কাঁদে
খোলা মাঠ-লালচে দিনের শোকে -