শত সংশয়, সঙ্কট, দুর্যোগ পাড়ি দিয়ে
সে খুঁজে নেয় সোনার ছিদ্রহীন খাঁচা
নিজেকে দূর্ভাগ্যের কবল থেকে
বাঁচানোর আরো কতো
ব্যয়বহুল আয়োজন
কিন্ত হায়!
কোথায় লুকিয়ে থাকে
বেহুলার বাসর ঘরের কালসাপ  
সব কিছু ভেঙ্গে হয় খান খান
যা কিছু চেনাজানা রীতিনীতি, সংস্কার
প্রশ্নবিদ্ধ হয়,  ধাক্কা খায় বিশ্বাস
অগণিত অসহায় চোখ
চেয়ে থাকে নিরুপায়