এক খণ্ড সবুজ বুনে দেখো
বারান্দা, ছাদ, কার্ণিশে
তোমার আঙ্গিনায়
পাখিরা ঠিকই আসবে
সবুজের ঠিকানা খুঁজে খুঁজে
দূর দূরান্ত থেকে
ক্রমাগত হারিয়ে ফেলা সবুজের তৃষ্ণায়
বিক্ষত ওদের হৃদয়
সবুজ তোমার তৃষ্ণার্ত চোখের মতো
ওদেরকেও টানে অবিরাম
দেখো পাখিরা আসবেই
বিনা আহবানে
তুমি তখন পৃথিবীর ধনাঢ্য সম্রাটের থেকেও ধনী একজন