সব প্রাপ্তির অপর প্রান্তে কি
অপ্রাপ্তির অসহ্য যন্ত্রনা থাকে
সংসারের সঙদের সাথে
নিত্য নেচে নেচে
ক্লান্ত, অবসন্ন, বিপন্ন আমি
আমার মুক্তি চাই
সজ্ঞানে তোমার কাছে কিছু চাইনি
আজও চাইবোনা
তোমাকে নিয়ে আমার অশেষ সংশয়-
এখানে সুস্বাদু রান্নায় কে ফেলে দেয় এক খাবলা ঝাল-নুন
হাস্নাহেনার বাগানে বোলতার বাসা
রাজপথে ছিনতাই
অক্ষম চেয়ে চেয়ে দেখা
আমার মুক্তি চাই
এই উদ্দেশ্যহীন পথচলা থেকে
আমার মুক্তি চাই
জীবনকে বাধ্যকের দ্বারপ্রান্ত পর্যন্ত টেনে হিচড়ে নেওয়া থেকে
আমার মুক্তি চাই
অথবা দুখের সাগর পাড়ি দেওয়ার একটি সাবলীল গতির
সোনার তরী চাই
কোথায় পাবো জানা নাই