সত্যি বলছি, কাউকে বিশ্বাস করিনা
একফোঁটাও না,কাউকে না
কোনো আত্মীয়কে না, স্বজনকে না
দূরের কাউকে না,কাছের কাউকে না
সম্মানিত, বিস্মিত হবেননা এতোটুকু
যখন বলিঃ অত্যন্ত নির্ভর করি
ভেতরে ভেতরে হেসে বলিঃ
একটুও না
আপনিও জানি ভাবছেন অনুরূপ
সময়টাই এমন, দয়া করে
এই অধমের দোষ নেবেননা জনাব