এই জড় অস্তিত্ব
ভীষণ নাজুক
বড় নাড়ায় আমাকে
প্রতি নিয়ত
তাই বেধে রাখি
জড়িয়ে থাকি
অতিক্রম করে যাই
কতো রকম অনিশ্চয়তার মিছিল-
ভাত-কাপড়
অসুখ-বিসুখ
বিপদ আপদ
সমাজ-সংসার
যুদ্ধ-বিগ্রহ
প্রেম-অপ্রেম
শান্তি -অশান্তি
সব পাড়ি দেই
সঙ্কট ভাবনায় কাঁটা হয়ে থাকি
তারপরও কিসের এক আশায়
রাতে ঘুমিয়ে পড়ি
দেখা হয় আর একটি
অদ্ভূত দিনের সাথে-