মিথ্যের মাহাত্ম্যের ভীড়ে
হারিয়ে যাওয়া অমুল্য সময়
আশ্বাসেরা উড়াউড়ি করছে এলোমেলো
বস্ত্রবালিকার পায়ে পা মিলিয়ে
হাঁটছে প্রিয় মাতৃভূমি
রোগ নাকি ক্ষুধা
কে বেশী সত্য
কে বলবে বলিষ্ঠ কণ্ঠে
চিকিৎসা না পাওয়া রুগীটি কি আমি?
হয়রানির শিকার
আশাহত স্বজন কি আমি?
ত্রাণের লাইনে দাঁড়ানো
মানুষটি কি আমি?
ঘুলিয়ে ফেলি প্রতিদিন -