এতো সব বিপুল আয়োজনে
আমারও চোখ ধাঁধিয়ে গিয়েছিলো
প্রথম প্রথম
জানি লোকটার খুব কষ্ট হয়েছিলো
এইসব রত্নভাণ্ডার
আয়েশী বিলাসী জীবন
পেছনে ফেলে রেখে যেতে
সে তো মৃত্যুর অনিবার্যতাকে
করেনি অনুভব
জাগতিক বিবিধ আয়োজনের জালে
আটকে পড়া মাছের মতো
আমি তো জেনেছি
একটি মানুষের প্রয়োজন কতটুকু
আয়োজনের সীমানা কতদূর
সীমান্তের বাইরে
চাওয়া নেই আমার
কিভাবে বোঝাবে
বিলাসিতার অন্য মানে আছে
আছে আকাশচুম্বী উচ্চতা
আরও বেশী আছে অর্থহীনতা
নাইবা পৌঁছুলে সেইখানে
আমি এবং সে
আমাদের সব আয়োজন
ফেলে রেখে একদিন
মহাকালের ধুলো হবো জানি
এসো সাধ্য ও সাধের মাঝে
কিছু সমঝোতা করি