আমার অন্তর্গত শোক ও সুখ
কখন একাকার হয়ে যায়
বাধ না মানা চোখের জলে
আমিও হয়ে যাই চিরায়ত এক পিতা
এক আলোর ফেরিওয়ালা
এক বায়স্কোপওয়ালা
একদিন পৃথিবীর সীমানা ঊঠে গিয়ে
মানবতা জয়ী হবে
রক্তস্নাত অতীতকে অতিক্রম করে
যুদ্ধকে যাদুঘরে বন্দী করবে সে.....