আমি সেই ক্লান্ত- অবসন্ন কৃষাণী
বীজ থেকে জাগিয়ে তুলি
সবুজের সমারোহ
পুষ্প ও ফলজ আয়োজন
তোমার সহকর্মী হয়ে
ঘুরাই সভ্যতার চাকা
দিন নেই, রাত নেই ,ছুটি নেই
অবসর নেই, বিনোদন নেই
উচছ্বাস নেই, অভিলাষ নেই-
আছে বাধা, আছে প্রতিরোধ
আছে মাথার উপরে, শরীরে চাপানো
স্বীকৃতিহীন বিবেচনাহীন
বাড়তি দায়িত্বের দায়ভার
অভিযোগের ভাষা জানা নেই
কৌশল শিখিনি অবহেলার
আমাকে মানুষ ভেবো না
ভাবতে পারো
পশুর থেকেও নিকৃষ্ট কোনো জীব
তবুও বেঁচে থাকি
তেলাপোকা- পিঁপড়েদের মতো -
একদিন পৃথিবীকে চমকে দেবো
এই স্বপ্ন সঙ্গোপনে পুষে-