বৃষ্টি হোলে বারান্দায় দাঁড়াবো
দৃষ্টির লেন্স জুম করে দেখবো
ছাদ
বৃষ্টিস্নাত নারী
দূরের জানালা
রাস্তা চলতি মানুষ
কিছুই বাদ পড়বে না
তবুও খোঁজা শেষ হবে না
কি যেন খুঁজে ফিরছি
না অতৃপ্ত চোখ নয়
এ যে মনের অসুখ-