একটুকরো সুখ অনুসন্ধানী যাত্রা
ক্রমে রূপান্তরিত অসুখ
তবু্ও হাটছি এলোমেলো পায়ে
বিশ্বাসের মাটিতে উদবিগ্ন পদক্ষেপ
ডানে বায়ে,সামনে পিছনে
এক আকাশ অবিশ্বাস সাথে নিয়ে,
ভীতুর ভয় বেশী
পাপী সীমাহীন নির্ভিক-
এতোটা লড়াই পাওনা ছিলো
স্রোতশুন্য নির্বিকার দৈনন্দিনে!
ছুটি চাইলেই ছুটি মেলেনা
অর্পিত দায় থেকে-
মাটিও আস্থাহীন হলে
দাঁড়াবো কোথায় ?
হাতির পাশে পিঁপড়ে হয়ে
বেঁচে থাকার এ কোন দুর্বোধ্য রূপকথা