হাতের কাছে নতুন ল্যাপটপ, আইফোন সাউন্ড সিস্টেম, অফুরন্ত অন্তর্জাল.....
তারপরও এক কলম লেখা আসেনা
আসলেও যা আসে তা এক অখাদ্য
আইডিয়া মাথা খায় ভাবনার
কম দামের নড়বড়ে মুঠোফোন
স্পষ্ট দেখা যায়না কিবোর্ড
ঝাপসা স্ক্রিন
আকণ্ঠ সমস্যায় আটকে পড়া অস্তিত্ব
শুধু থাকে মাথাভর্তি ভাবনাজাল
ভাবের সাগরে ডুবে থাকে তারা
আলোকিত মাধ্যমে হয়না বিম্বিত
বদলে যাওয়া সময়ে
আজকাল কেউ আর
কাগজের বই পড়েনা!