এই দ্যাখো
মুঠো  আলগা করে রেখেছি
এখন কিছুই  অবশিষ্ট নেই
পড়ে নেই প্রেম, প্রত্যাশা,
আকাঙ্ক্ষা, আকর্ষণ
এর নাম সম্পর্ক
নাজুক,  লোকদেখানো
অপেক্ষা  নেই, কলহ নেই
এইসবই কাম্য এখন
জীবনজোড়া সব নান্দনিক আয়োজন ঠাঁই পেলো
এলোমেলো খসড়া খাতায়