শব্দবন্ধ সৃষ্টিতে, সার্বিক চিত্রকল্প নির্মাণে এই কবিতাটি আমার কাছে একটি ঐতিহাসিক সংক্ষিপ্ত পান্ডুলিপির সমতুল্য... নিবিড় ঐতিহাসিক পাঠ ও উপলবদ্ধীর মেলবন্ধন না হোলে এমন লেখার জন্ম হয়না...
শুধু এই কবিতা নয় কবির অন্য কবিতায় প্রতিবেশের প্রতি এক গভীর মমতা আর অঙ্গীকার পরিলক্ষিত হয়...
এই কবিতাটি তখনি বিশিষ্ট হয়ে উঠে যখন কৃতি কবি আমাদের চেতনার জানালায় নতুন করে আলো ফেলেন...
কবি উপনিবেশবাদকে সংগায়ীত করেন যা কিনা মূলত সভ্যতার বিষফোড়া... আমাদের পিছিয়ে পড়া জাতিসত্তাগুলোর তিক্ত অভিজ্ঞতার অপর নাম...
কিন্ত এই উপনিবেশের ধরন কি শুধু উপরোক্ত সংগার মাঝে সীমাবদ্ধ? আমরা ব্যক্তি মানুষ সর্বগ্রাসী দারিদ্র্য, অসচেতনতা আর অদূরদর্শিতার কারণে প্রতিনিয়ত ধ্বংস করছি আমাদের পৃথিবীমাতার প্রতিবেশকে, এ দায় আমার-আপনার... কবি তার প্রাজ্ঞ লেখনীর মাধ্যমে পাঠককে এর বিস্তৃত ক্ষতি আর কুফলকে জানিয়ে দিলেন... হুশিয়ার করে দিলেন উত্তরজীবীদেরকে (Survivors) দূর্বল ভাবাও একধরণের অজ্ঞতা....একদিন তারা এর প্রতিউত্তর দেবে...
কবি প্রতিবেশ রক্ষার এক অগ্রণী কলমযোদ্ধা...
এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী...
কিন্তু পাঠক হিসাবে আজ আমাদের স্ব স্ব অবস্থান থেকে শব্দকে কাজে পরিণত করার এসেছে সময়...
আমরা কি প্রস্তুত?