বেশ কিছু দিন আসর থেকে একটু দূরেই ছিলাম... এই আসরে রয়েছেন কিছু শ্রদ্ধেয় মনীষা সম্পন্ন কবি.... তাদের মধ্যে অন্যতম হচ্ছেন কায়সার মোহাম্মদ ইসলাম...কবিতাকে ভালোবেসে চিন্তনের নিজস্বতা বজায় রেখে কিভাবে নিয়মিতভাবে কবিতা চর্চা করতে হয় তিনি তার উজ্জ্বল দৃষ্টান্ত। পাঠক সমাগম জরুরী, কিন্তু সেটাই একমাত্র মাপকাঠি হোতে পারে না একটি কাব্যের। তাঁর কবিতার সাথে যাঁরা পরিচিত তাঁরা তাঁর পাতায় আসবেনই.... কবির লেখায় বিজ্ঞানমনস্কতার সাথে রয়েছে তীব্র কাব্যিকতা বোধ আর সূক্ষ্ম অনুভূতির মিশেল....
আজকের আলোচ্য কবিতা, "সুকুমারের ভাবনা" ; আসুন লক্ষ্য করি, কবির প্রতিটি কাব্যের মতো এই কাব্যে শব্দবন্ধে মেধা ও মননের ছাপ :
"দু:খহীন মন, সাথে সুখ-দু:খের আবর্তে অভিজ্ঞ এক মগজ;... কাব্যের কথোপকথন শুরু হয় এভাবে।
কবিতা এগিয়ে চলে সৃজনশীলতার প্রেক্ষিত বর্ণনার মধ্য দিয়ে।
"সাদাকালো হাতপা, যারা কেবল উদগ্রীব শুন্যতায় মিশে যেতে।
তাওয়ের ইশারা, তারপর শহুরে-জোয়ার, নয়তো একপশলা
অনুভূতিই যথেষ্ট উপচে পড়া রঙ ক্যানভাসে ছড়িয়ে দিতে।
এবার কাগজ থেকে উত্থিত সহজসরল এক শিশু বৃক্ষ,
ব্রাশ চলে, হাতচলে, রাত কাটে তারপর তন্দ্রা নামে;
নিয়ে চলে মগজ জুড়ে আলোড়িত ছিন্নভিন্ন বিন্দুগুলোকে
ব্ল্যাকহোলের ঘূর্ণিপাকের স্রোতে যাতে সে দুঃখহীন হয়ে
আবার জেগে ওঠে সময়ের অন্যপ্রান্তে, এভাবে যদি
চলতে থাকে আজীবন, মন্দ নয়তো সুকুমার ভাবে"..... কবি এভাবে একটি সম্ভাবনা ইংগিত দেন সুকুমার ভাবনার প্রবাহমানতার...সত্য ও সুন্দরের কি মৃত্যু হয়? সম্ভবত দূরূহ প্রক্রিয়ার মধ্য দিয়ে পূনর্জন্ম হয়...
আসরের অন্যান্য শ্রদ্ধেয় কবিতা বোদ্ধা আর আলোচকগণ কবিতাটির ভাব-গাম্ভীর্যের রসাস্বাদন করবেন আশা রাখি...আলোচক হিসাবে আগেই বলে রাখি আমি এক নগণ্য পাঠক মাত্র...
কবির কবিতাযাত্রা অব্যাহত হোক...