দিনের ভেতরে দিন হারিয়ে যায়
দুখের ভেতরে সুখ
অপ্রয়োজনের ভীড়ে জরুরী
কষ্ট-কান্নার ভেতরে হাসি
শুধুই কেবল হারিয়ে ফেলার
নতুন নতুন গোঁজামিল
এতোসব আয়োজনের দৌড়ে
তুমিও কি একটু একটু করে
পর্দার পেছনের কারীগরের মতো
মিলিয়ে যাবে
এইভাবে প্রিয় তোমাকে যদি
হারিয়ে ফেলি কোনোদিন
তখন "আমার বলে"
কি আর থাকবে বলতে পারো