মাতাল জুয়াড়ি স্বামী
রোজ রোজ মার খায়
কালশিটে দাগ গায়ে
ভূখানাঙা বারোমাস-
যুগান্তরের যত সব
পুষে রাখা সংস্কার
কখন অজান্তে উঠে যায়
প্রতিবাদী হাত তার-
রক্তের গঙ্গায় ভেসে যায়
দশকের একপেশে অন্যায়-
দাম্পত্যের নিষ্ঠুর জুয়ার
এই কি পরিণতি হায়
বিচারের হাত জানি
ক্ষমা তো করেনা
দেখেনা খতিয়ে
কোথায় পুষে রাখা ছিলো
যুগান্তরের প্রতিশোধ -ক্ষোভ
কোথায় হেরে গিয়েছিল
সব শুভবোধ
---+++++++++---
*এইমাত্র একটি মানুষ নির্যাতনের (নারী) ঘটনা বিবর্ণ করে দিলো এই উজ্জ্বল বিকেল...
অত্যন্ত ব্যথিত এই চিত্ত...এইসব অনাবশ্যক মানবিক বিপর্যয়ের কারণ অজ্ঞাত... মানুষের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন উঠে....