লোভ বড় ভয়ানক জিনিস
খেয়ে নেয় স্বপ্ন
খেয়ে নেয় মানবতা
বিচার, বিবেক বুদ্ধি
সারাটা জীবন গেলো
ওর সাথে যুদ্ধ করতে করতে
কখোনো এ যুদ্ধ মৃদু
কখোনো প্রাণঘাতি
আমাকে ভর করলে
পৃথিবীর ছাদের দিকে
মুখ করে বলিঃ
কেউ কি কোথাও আছো
বলে দাও আমায়
নির্মম সুন্দর কোথায়
কঠোর সত্য কোথায়
কি তার রঙ
কি তার ধরণ
ক'জন নিবাস জানে তার?