মৃত্যু কি তাহলে
এক নির্ধারিত সত্য
অন্ধকারে পড়ে থাকা অর্থহীন অস্তিত্ব
একটি সামাজিক উদযাপন
বহুদিন চলে আসা পুরনো লোকাচার
উচ্চকিত কান্নার রোল
কে কতো উচ্চস্বরে চারপাশে মাতম তোলে
তারপর সময়ের ব্যবধানে থেমে যাওয়া
আবারও ফিরে যাওয়া দৈনন্দিনে
মৃত্যুকে ঘিরে কিছু উৎসব
সম্ভব অথবা অসম্ভব ব্যয়
যে যায় সে আর ফেরেনা কখনও