সম্পর্কের মাঝে ঢুকে গেছে এ কোন দুধের মাছি, ইমো,হোয়াটসঅ্যাপ, ভাইবারে,কি সব মাথামুণ্ডু লিঙ্ক পাঠাচ্ছো...সেসব দেখার সময় নেই,
এমনকি তোমাকে পাঠানো আমার...!
মুঠোফোন হাতছাড়া করতে না
একসময় আমাকে হারানোর ভয়ে ;
আজকাল সংসারী হিসেবের ধাক্কাধাক্কিতে, আমি নামের মানুষটা কখন আধমরা, এখন মুঠোর মাঝে বিনিদ্র রাত; মনের ভাঁজে ভাঁজে দারুণ অসুখ