ভ্রমন নিত্য অনুষঙ্গ
পায়ে লাগানো চাকা
তারপরও ফিরতে হয়
ফিরে আসি ঠিকানায়
ছোট্ট দরজা খুলে ঘরে ঢুকি
অনেক অব্যবহৃত কক্ষ
অপ্রয়োজনিয় জিনিস-পত্রে ঠাসা
মাত্র দু'জন মানুষ
কিন্তু মনের দরজা বন্ধ-
শহর জুড়ে সমস্যা
নগরপতির ডাক-বাক্সে তালা
তিনি অভিযোগ নেন না -