আমারও মন খারাপ
আজকাল কেনো যে
হঠাৎ হঠাৎ মন খারাপ হয়ে যায়
চোয়াল ঝুলে পড়ে অসংখ্য দুশ্চিন্তার ভারে
আজ আকাশেরও মুখ গোমড়া
ফিরতি পথ, সন্ধ্যার ঠিক আগে
সূর্য বিষন্ন মেঘের গলায় পরিয়ে দিলো
রঙধনুর জোড়া মালা
মনে হয় ক্ষণিকের জন্যে
মান ভাঙানোর চেষ্টা
একটু পরেই মিলিয়ে যাবে সব সাজসজ্জা
সন্ধ্যা কেড়ে নেবে সব রঙ
তবু এই অনন্য মুহূর্তটি সত্য
ক্ষণস্থায়ী হলে কি সে সত্য নয়
তারপর ভেতর বাড়িতে স্মৃতির তোলপাড়
এইসব কার কারসাজি
সদা প্রসন্ন আমার
মন খারাপের মতো