আমি বাংলাদেশের একটি নদী বলছি
তোমরা আমার ক্ষীণ হয়ে আসা কণ্ঠস্বর শুনতে পাচ্ছ কি?
আমার গলা টিপে ধরেছে তোমাদের ফেলা টন টন পলিথিন,প্লাস্টিক
তোমাদের লজ্জা হয়না আমাকে এভাবে আস্তে আস্তে হত্যা করে ফেলতে
কি দেইনি তোমাদের সেই অনাদিকাল থেকে
তার বিনিময়ে কি এই পুরষ্কার দিচ্ছো আমাকে
কতোটা অকৃতজ্ঞ হোতে পারো তোমরা!
কতোটা নির্লজ্জ!
বাঁচাও আমাকে
আর দেরী নয়, আজ থেকে আমাকে বাঁচার পথ করে দাও
কথা দিচ্ছি অকৃতজ্ঞতা আমাদের ইতিহাসে নেই
কিন্তু আমরা যে কোনো নির্মমতাকে ফিরিয়ে দেই নিশ্চিহ্ন করে দেওয়া প্রতিবাদে
তোমরা কবে শুনতে পাবে আমার আর্তনাদ?