ছেলে নেই একটিও
চার চারটি মেয়ে
ষাটোর্ধ্ব বুড়ী ইটভাঙে ঠুক-ঠুক
সকাল সন্ধ্যা
পিঠের কাছে পিতা-পরিত্যক্ত নাতি
মজুরী তিনশো
ভাত খাওয়া পেট পাঁচটি
স্বামী বিতাড়িত যুবতী মেয়েটি
এখনো বাইরে পা রাখেনি
কিন্তু আর কতোদিন সম্ভব হবে
তা জানেন একমাত্র উপরওয়ালা
ভাবছি ব্যক্তিগত কোনো ক্ষোভ-দুখ,
নালিশ মানায়না তাঁর কাছে -