একে একে ছেড়ে দিচ্ছি
অনেক কিছু
একান্ত অবসর
এক চিলতে শখ
প্রিয় রসনাবিলাস
জরুরী যোগাযোগ
দায়-দায়িত্ব  
সামাজিকতা
কিছু অস্তিত্বের তাগিদে
কিছু বাধ্য হয়ে
তাই বলে
ছাড়ের বিপরীতে
পাওনার খাতা
প্রাপ্তিতে ভরে উঠছে
এমনটা নয়
তবু ছেড়ে দিচ্ছি....