যখন " তুমি! তুমি! " করে
চারপাশ চেঁচিয়ে একাকার করছি
যখন তুমিময় আমার সারা পৃথিবী
যখন আমার দৃষ্টি আচ্ছন্ন করে আছো
কেবল তুমি
তখন তুমি কি আমার কোন আহবান শুনতে পাচ্ছনা?
আর আমার উপরে
যাঁদের সবচেয়ে দাবী ছিলো
ক্রমশ বিস্মৃত হয়ে যাচ্ছি তাদেরকে
এই আমি ন্যায়ের পক্ষে
অনেক সভা সমিতি করছি প্রতিদিন
তাহলে বলোতো ন্যায় কোথায় থাকে?
কোন রাজ্যে তার বসবাস?
না, ক্ষত সারানোর কোনো মলম
নেই আমার কাছে...