যখন জলে নিমগ্ন ছিলাম
বুঝিনি জলের মাহাত্ম
ধিক্কারে ধিক্কারে দুষেছি কেবল
অপ্রয়োজনীয় ভেবে
করেছি কতো না অবহেলা
তুচ্ছ-তাচ্ছিল্য
তুমি কি জল ছিলে ?
আজ মরুভূমির উষর উষ্ণতায়
কাঁপছি দারুণ তৃষ্ণায়
আজ বড় একা
হাত বাড়ালে কেউ নেই
না সে
না তুমি -