১.
ছোট্ট নাগরিক বারান্দায় এককোণে অতিযত্নে
রুয়েছি এক বামন গাছ
হাজার কাজের ভীড়ে
ফিরে আসি তার কাছে
বরাবর কৃষিপ্রেমী এই আমি
কিন্তু সে বাড়ে না এতোটুকু
সে চায় প্রেমনীল উদার আকাশ
চায় স্বাধীনতা
সীমাহীন উন্মুক্ত প্রান্তর
তবু তার শিকড়ে ছিটাই
ভালোবাসা জল দুই বেলা
পাতাদের সাথে রাবিন্দ্রীক প্রেম
বাড়েনা বুদ্ধু বৃক্ষ
আমারই সাথে তার যত ক্ষোভ নিরবিচ্ছিন্ন অভিমান
২.
বারান্দাটি অদ্ভুত কারণে
খাঁ খাঁ করছে
কোথাও কেউ নেই
শুধু ঝুলন্ত টবে
মানিপ্লান্টের একটি সবুজ লতা
দুলছে বাতাসে
এখনো সাক্ষী দিচ্ছে
একদিন কেউ ছিলো