দিনে দিনে বেশ টের পাচ্ছি
আমার ঘরের জানালাটা
খুব ছোটো ছিলো
নিতান্তই ছোট
ছিটে-ফোঁটা আলো ঢুকতো
চিপা-কানচি দিয়ে
তাই নিয়েই নিজেকে ভেবেছি
অনেক গর্বিত
সময়ের ঊষর পথ পাড়ি দিয়ে
আজ ভাবছি এ ঘরের জানালাটা
একটু একটু করে বাড়াতে পারলে
বেশ হোতো...
আলোরা হুটোপুটি করে
ঢুকে পড়তো ঘরে
সব অন্ধকার সাফ-সুতরো করে দিতো
বিনে পয়সায়......
পারবো কি ?