আমি ওর জন্যে কিনা করি
আগুনে পুড়ি
বৃষ্টিতে ভিজি
তোয়াক্কা করিনা ঝড়বাদল
তবু ও কেবল কারণে বা অকারণে
বলে তার কথা
"সে ছিলো অমন
সে ছিলো তেমন"
তাহলে কেনো হারালে তাকে?
তুমি কি সাধু-সন্ন্যাসী
ধোওয়া তুলসীপাতা
নিস্পাপ নির্দোষ
জগতে আর সব মন্দ আবর্জনা
তোমার কথামালা
তোমাকেই প্রশ্ন করে বারবার
এ কেমন মানুষ হে তুমি?