এই পেলব অন্ধকারে
কার হাত ধরেছো তুমি?
বিয়ের প্রতিশ্রুতি দেওয়া প্রেমিক
চাকুরির প্রোলোভন দেখানো সজ্জন
প্রতারক পাচারকারীর বিছানো জাল
বেশ্যার দালালের চাতুর্য
অঙ্গপ্রতঙ্গ ব্যবসায়ীর ধূর্ততা
নির্যাতকের বিকৃতি
বিশ্বাস ভঙ্গকারীর ভণ্ডামি
এইসব জানো কি?
জানবে কিভাবে
তোমার এক পৃথিবী ক্ষুধার জ্বালা
যুদ্ধপাগল সীমান্তের
কাটাকুটি খেলা
তোমার অপরিণত বয়স
তোমার ভালোবাসা-কাঙাল
কোমল পরাণ
তোমার বুকভরা আবেগ
কিছুই দেয়না বুঝতে
তারপর ক্রমশ
অন্ধকার হোতে থাকে গাঢ়তর
তুমি হারিয়ে যাও কৃষ্ণগহবরে একজন্মের মতো -